'শরৎ'-এর মাঠেঘাটে

------'শরৎ'-এর মাঠেঘাটে-----
               
             ---------দ্বারক ঘোষ 


'শরৎ'-এর মাঠেঘাটে 
রাখা আছে পাটে পাটে
             বিবেকের বুননি  ;
বিবেকের সেই গান 
'ইন্দ্র'-র অভিযান----
             কখনো কি শুননি !

পথে পথে ঘুরে ঘুরে 
'শ্রীকান্ত' দেয় জুড়ে 
             সমাজের ছবিটা ----
'রাজলক্ষ্মী' ঐ ফিরে 
ব্যথাতুর মনোনীড়ে ----
           অনন্য প্রণীতা  ।

'গহর'-এর দর্শন 
করে না কি কর্ষণ----
           অন্তর প্রান্ত !
রয় না কি চিহ্ন !
হৃদয় অভিন্ন----
            জাতপাত ভ্রান্ত  ?

'বড়দিদি' 'মেজদিদি'
খুঁজি না কি আজাবধি 
              হৃদয়ের গলিতে ?
বিকশিত স্নেহাধার
আত্মিক পারাবার ----
             মমতার ঝুলিতে ।

উঁচু-নিচু ভেদাভেদ 
জমা রয় ঘৃণা-ক্লেদ----
             ক্ষমতার বিকারে  ;
'বামুনের মেয়ে' হায়
দেখো সে যে অসহায়----
             লালসার শিকারে ।

'রামের সুমতি' ফিরে 
নৈর্মাতৃকতা ঘিরে ----
             স্বপ্নিল  সৃষ্টি  ;
'নারায়ণী' মা-কে চেয়ে 
ঝরে না কি আঁখি বেয়ে 
             অশ্রুর বৃষ্টি  ?

আলমারি , তাকগুলো 
খুঁজে দেখ্ , ঝেড়ে ধুলো ----
             দিসনেরে আর ঢিল ;
বের ক'রে প'ড়ে দেখ্
আছে কি না ঠিকঠাক 
            'বৈকুণ্ঠের উইল' ।

আড়ি দিয়ে পাঠশালা 
'গোকুল'-এর পথ চলা ----
             মানবিক মন্ত্রে ;
'বিনোদ'-এর এম-এ পাশ 
জীবনটা হাঁসফাঁস ----
              মিথ্যার পন্থে ।

আই তবে খুঁজে দেখি 
কি বা ঠিক, কি বা মেকি 
             শিক্ষার ভিতটা ;
শিক্ষা কি বুলি বলা !----
না কি ঠিক পথচলা 
             সামাজিক রীতটা ?

'মহেশ'-এর ঘাস কাড়ে 
'গফুর'-কে ভাতে মারে----
            পরিচয় কি বা তার  ?
দেখ জাত একটাই 
যুগে যুগে পাল্টায় ----
             পীড়নের পালাদার  ।

ভালোবাসা অফুরান
মহেশ অন্তপ্রাণ----
             গফুরের গল্প  ;
'শরৎ'-এর মাঠেঘাটে 
রাখা যাহা পাটে পাটে ----
             শুধুই কি কল্প  ?

Post a Comment

ধন্যবাদ

Previous Post Next Post