বিজ্ঞান বর্ম

বিজ্ঞান বর্ম
      
   --------দ্বারক ঘোষ 

কামানগুলি ঊর্ধ্বমুখী 
তাক করেছে কাকে ?
শত্রু, ঘরে দিচ্ছে হানা----
তাও দেখি না ডাকে !

ফেলছে না বোম, বোমারু যান
উড়ছে না আর ঝাঁকে,
ছুটছে না আর রণতরী----
অনড়,সাগর-বাঁকে ।

হাজার কোটি ব্যয়ে গড়া 
মিশাইল-এর গতি----
অপ্রয়োজন বুঝিয়ে দিয়ে 
স্বীকার করে নতি  ।

সমরাস্ত্র ব্যবসা শুধু ----
লাভের বৃদ্ধি বাড়া ,
দেশ রক্ষা করার ভানে
শুধুই মানুষ মারা ।

যুদ্ধবাজের অস্ত্রাগারে
মারণাস্ত্রের রাশ----
বেআব্রু ক'রে ওদের 
করছে উপহাস  !

মরণ-বাঁচন অস্ত্র যেটি----
বিজ্ঞানীদের হাতে  ,
প্রাণের সাড়া জাগে দেখি
স্বাস্থ্যসেবীর ভাত-এ ।

ধর্ম-বর্ণ  নির্বিশেষে 
সবাই অপেক্ষাতে----
বিজ্ঞানীদের সাধন-সুফল
আসবে কখন প্রাতে !

বাস্তবটা শিক্ষা রাখে----
হিত সাধনই ধর্ম, 
বিজ্ঞানটাই অস্ত্র আসল----
মানবজাতির বর্ম ।

Post a Comment

ধন্যবাদ

Previous Post Next Post