বিপ্লব-বহ্নি

                      বিপ্লব-বহ্নি 

দ্বারক ঘোষ

Khudiram Bose


মৃত্যরও মৃত্যু হয়! 

ফাঁসির রজ্জু

 অবহেলায় থাকে ঝুলে !

মরণজয়ী

 মাথা উঁচু করে থাকে;

যুগ যুগ পূজিত--------- 

স্বাধীনতার বেদীমূলে। 

উপহাস ভরে

চুম্বুন ছুঁয়ে দিয়েছিল -----------

শত প্রাণ কেড়ে নেওয়া

ফাঁসির রজ্জুটাকে।

অত্যাচারীর

 অন্তিম বেলা

ঘোষে ছিলে.-------------

দাবানলের আগুন 

তখনও জ্বলছিল -----------

মৃত্যটা ভয় পেয়েছিল -------

তোমার নির্ভীকতার

 মুখোমুখি হতে।

কাঁপুনি ধরেছিল

ব্রিটিশের শিরদাঁড়ায় ,

জেগেছিল আপোষহীন লড়াই-----------

সবুজ প্রাণের পাড়ায়। 

আজও তোমার নামে

 শিহরণ জাগে------------

প্রতি রোমকূপে 

মুক্তি পিপাসুর বুকে 

বন্দিত তুমি----------- 

তোমার হাঁটা

ধুলিপথ যায় চুমি।

ভুলেনি, ভুলে নাই

ভুলবে না

কখনো তোমায়------

তোমার স্বদেশ-ভূমি।

তুমি মৃত্যুঞ্জয়ী--------- 

যুগ প্রতীক।

শাসকের সর্বনাশের

তুমি ক্ষুরধার খড়্গ;

তুমি

পাথরে প্রাণ সঞ্চারী-------

মরণজয়ী এক নাম-------

বিপ্লবী ক্ষুদিরাম ।

ভীরুতার বুকে

    সাহস তুমি,

বিপ্লব-বহ্নি তুমি ------

জ্বলো ধিকি ধিকি

         অবিরাম।

নিপীড়িতের 

হৃৎস্পন্দন তুমি--------

লড়াই-এর মাটির গর্ব;

আত্মশ্লাঘার

   মৃত্যু মাড়িয়ে

আত্মাহূতির অর্ঘ্য!


Post a Comment

ধন্যবাদ

Previous Post Next Post