এআইইউটিইউসির ২১তম সর্বভারতীয় সম্মেলন ১৩-১৫ই ফেব্রুয়ারী, হরিহরপাড়ায় প্রচারসভা

হরিহরপাড়া,৪ঠা ফে,  আজ বিকেলে হরিহরপাড়া বাজারে এআইইউটিইউসি প্রচারসভা করল। জাতীয় সম্পদের বেসরকারীকরণ, বানিজ্যীকরণ, স্থায়ী কাজে ঠিকা শ্রমিক নিয়োগ বন্ধ, শ্রম আইনের সংশোধন রোধ, এনআরসি, ক্যা এর বিরুদ্ধে আগামী ১৩-১৫ই ফেব্রুয়ারী ধানবাদে ২১তম সর্বভারতীয় সম্মেলন করতে যাচ্ছে এস ইউ সি আই(সি)র শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি ।
 কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমিকের অধিকার কেড়ে নেওয়ার বিরোধিতা করে সংগঠনের মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য সামসুল আলম বলেন এন আর সি চালু করার উদ্দেশ্য বাংলায় বিভাজনের রাজনীতি করে বিজেপি ক্ষমতা দখল করতে চাই। জনগণের ট্যাক্সের টাকায় গড়ে তোলা ট্রেন, বিমা, বিমান, বিদ্যুৎ স্বদেশী আন্দোলনের ফসল বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়ের হাতে গড়া বেঙ্গল কেমিক্যালস ইত্যাদি এদেশের একচেটিয়া পুজিমালিকদের জলের দরে বিক্রি করে দিচ্ছে। বছরে দুই কোটি চাকরী দেওয়ার পরিবর্তে চলছে ব্যাপক শ্রমিক ছাঁটায় । 

Post a Comment

ধন্যবাদ

Previous Post Next Post