-প্রতিবাদ-প্রান্তরে-


দ্বারক ঘোষ 

জীবনটা তো ছুঁড়েই দেওয়া এক রকম !
বানভাসি নদীতে বাঁচতে চাওয়া ,
           খড়কুটো ধ'রে----
ভেসে যাওয়া কচুরিপানার ওপরে চোখ বুজে, 
            হাঁসেদের ঘোরে ;
এ-গাঁ থেকে ও গাঁ,বা শহুরে বাঁক পেরিয়ে 
          অজানা আঁধার পাড়ে ;
শিয়ালদের লালসার রসনা,
মরণথাবা নামে----
          হাঁসেদের ঘাড়ে ।

চিন্তাহীনতার অলস সময় গড়ে যায় কখন !
কচ্ছপের দৌড়ে 
         খরগোশ হারে ;
মৃত্যুটা যখন কাছাকাছি এসে ছুঁতে চাই-----
ভারী চোখের পাতা বিদ্রোহ করে ;
আধখোলা চোখের ফাঁক দিয়ে দেখা যায় 
               মৃত সময় দাঁড়িয়ে----
           সারে সারে ।
সময় শেষের সীমানা----
তবুও তো সময় !
          হোক সীমানার পাড়ে ?
প্রতিবাদ মাথা তোলে,  
আলস্যমাখা হতাশার শ্বাস রোধ করে ;
আবারও দৌড় শুরু----
এবারও খরগোশ হারবে নিশ্চিত----
তবে,প্রতিবাদ-প্রান্তরে ।

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم