চোখের জলে বারুদ জ্বলুক

চোখের জলে বারুদ জ্বলুক----

   ---দ্বারক ঘোষ 

চোখের জলে কি বারুদ ভিজে গেছে ?
সাপেদের জিহ্বায় ভয় জাগানো হিস হিস শব্দ! 
ঝলকে ঝলকে বিষ উগরে দিচ্ছে ।
বাড়ির ছাদে কুণ্ডলী পাকিয়ে বসে আছে জাত খড়িশের দল ।
সবুজে ছড়িয়ে পড়ছে বিষের ছোঁয়া ।
সোনালী আলোকলতারা বিষে বিবর্ণ ।
নিষ্প্রভ সূর্যের আলো ।
বিষক্রিয়ায় ভারি হয়ে উঠেছে বাতাস ।
অবিরাম বিষ বর্ষণে পুড়ে যাচ্ছে মাটি ।
তীব্র বিষপ্রবাহে মাটির বুকে বিষজ্বালা----
মাটি জ্বলেনি তবু ?
মাটির বুকে তো বারুদের খনি !
তবে কি চোখের জলে বারুদ ভিজে গেছে ?
বিষজ্বালা-বুক মাটি জ্বলুক না আরো একবার----
তার আগে চোখের জল ঝোরে পড়ুক আগুনের ফুলকি হয়ে ।

Post a Comment

ধন্যবাদ

Previous Post Next Post