স্বাধীনতার হাজিরা

                                                               স্বাধীনতার হাজিরা 

                                                                        দ্বারক ঘোষ 


স্বাধীনতা------- স্বাধীনতা------

 সস্তা----- সস্তা------ পতাকা

স্বাধীনতা------ সস্তা------- সস্তা----

ছেলেটির বয়স কত হবে?

বারো- তেরো ! বা তারও কম !

ফুটপথে বিছানো পতাকা-----

বিজয়বৈজয়ন্তী ! ত্রিবর্ণ ।

খদ্দের হাঁকছে তখনও ;

মলিনতা চুয়ে নামছে গা থেকে,

রঙচটা শৈশব বীতবিকাশে বিবর্ণ ! 


ফুটপথে স্বাধীনতা জাগে ------

স্বাধীনতা----- স্বাধীনতা---

পতাকা---- স্বাধীনতা--- 

সস্তা---- সস্তা----

হাঁক নয় যেন, অভিমান ঝরে ,

অপুর্তি পেটের স্বাধীনতা 

দিনান্তে ফুটপাতের ভিড়ে গড়ে !


জানো কী ?

কারও কি জানা আছে

ওর জাতটা? 

কেমন আছে ওর স্বাধীনতা  ?

আমরা কি জানি ?

না কি ওর জানা আছে ?

ওর স্বাধীনতার স্বাদ

ফুটপাত মাঝে মাঝে যাচে ।

 আসুক বারো মাসে তেরো পার্বণ

কিম্বা চাঁদ উঠুক না হেঁসে ঈদে ,

বারোমাস ওর অপেক্ষার অতিথি------]

পেট জুড়ে থাকা খিদে।


ফিবছর স্বাধীনতা হাজিরা দেয় 

লালকেল্লার মাথায় ,

হাজিরা দেয় ক্লাবে ক্লাবে

অলিতে-গলিতে, পাড়ায়-পাড়ায় ;

হাজিরা দেয় অফিস-আদালতে ।

স্বাধীনতা আকাশে উড়ে -------

বাড়িতে বাড়িতে;

হাজিরা দেয় বাবুদের টেবিলে ।

বিজয়বৈজয়ন্তী(!) সাজে 

স্বাধীনতার ঢং বেঢং-এ মিলে ।


ঐ যে ছেলেটি !

ওর স্বাধীনতা হাজিরা দেয় 

প্রতিদিন ফুটপাতে!

স্বাদহীনতার জীবনযুদ্ধ খুড়িয়ে চলে -----

স্বপ্নের ঐ হাতছানিটাতে------

ধোঁয়া ওঠা হাড়ির ভাতে ।

ও জানে না, ওর বিজয়বৈজয়ন্তী

ওর স্বাধীনতা হারিয়ে গেছে কবে ----

তিয়াত্তর বছর আগে

স্বপ্ন ভাঙা প্রাতে-----

রাজনৈতিক বেনিয়াদের হাতে

ওর হৃদয়টা ভাগ হয়েছিল যবে। 

Post a Comment

ধন্যবাদ

Previous Post Next Post