এস ইউ সি আই (সি)ও ভার্চুয়াল সভা করল ৫ই আগস্ট শিবদাস ঘোষ শ্মরণে : বামপন্থীদের ঐক্য চাই আন্দোলনের স্বার্থে

কলকাতাঃ  কোভিড-১৯ এর কারণে এস ইউ সি আই (সি) ও গতানুগতিকতা ছেড়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ৫ই আগস্ট পার্টির প্রতিষ্ঠাতা সম্পাদক শিবদাস ঘোষ ৪৫তম শ্মরণ দিবস পালন করল। এই দিনটি প্রতি বছর রাণী রাসমনি রোডে প্রকাশ্য সমাবেশ করে পালন করে । কিন্তু এই বছর করোনা ভাইরাসের প্রকপ থাকায় ভার্চুয়াল সমাবেশ করতে হয়।সন্ধ্যা ছয়টায় বর্তমান সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ পার্টির সংগঠনগত ও জাতীয় আন্তর্জাতিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সমস্যা প্রসঙ্গে বক্তব্য রাখেন। 

google keyword
বক্তব্য রাখছেন প্রভাস ঘোষ, সাধারণ সম্পাদক এস ইউ সি আই(সি)

   তিনি বলেন এই করোনা পরিস্থিতি বুঝিয়ে দিল এই দেশের সরকারগুলি সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে নেই। আছে দেশের একচেটিয়া কোম্পনীগুলির সম্পদ বৃদ্ধির জন্য। দেশের মানুষ যখন অনাহারে, বিনা চিকিৎসায় মরছে আর দেশের প্রধানমন্ত্রী মন্দির গড়তে যাচ্ছেন। একটি গণতান্ত্রিক দেশের সরকারের দ্বায়িত্ব মানুষ বাচানোর, মন্দির গড়া নয়। তিনি ভোটের স্বার্থে নয়, সিপিএমকে আন্দোলনের স্বার্থে বামপন্থীদের ঐক্যে আসার আহ্বান জানান.

Post a Comment

ধন্যবাদ

Previous Post Next Post