রাম রাজত্ব !

                                                                         রাম রাজত্ব !  □

                              দ্বারক ঘোষ 


বাল্মীকির রামায়ণে আরও একবার ধর্ষিত  'বাল্মীকি'---- রাম রাজত্বে ।

ধর্ষিতার চোখের জলে রক্তের ছোপ গড়িয়ে যায়---- 

আমার জড় প্রতিবাদ তখনও আঁধার হাতড়ায়----কানা বিবেকের আবর্তে ।


পিছনে দাঁড়িয়ে প্রতিবাদীর সংখ্যা গোণা-----

জীবনের হিসাব হয়ে উঠেছে আজ !

"আপনি বাঁচলে বাপের নাম"-----

ভাবনাটা  বেচা বেনিয়াদের হাতে 

ক্ষমতার মসনদ---- দেশের রাজ ।

সোস্যাল মিডিয়া থেকে সংগৃহীত 


অনুদ্ভিন্ন যৌবনা বাড়ির বাইরে----

রাম রাজত্বে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় !

বিবেক কেনার ব্যবসায়ীর বঁড়শির টোপে

আপন বিবেক গাঁথি----

নিজের জবাই-এ নিজেই কসাই !


 প্রতিবাদের চারাগাছতলা----

বেরিয়ে আসি না----- সংখ্যার আধিক্য দেখি না, তাই !

আশঙ্কার বুক নিয়ে চেয়ে থাকা অন্তহীন--

মেয়েটি আমার এখনও  ঘরে ফিরে নাই।


চোখ বুজে পাশ কাটিয়ে যাই 

                  প্রতিবাদের চারাগাছতল ।

বুক থেকে উপড়ে ফেলতে পারি না  

মনুষ্যত্বের উপর চেপে থাকা জগদ্দল ।

তবুও আমি আমাকে মানুষ ভাবি !

ওদিকে তখনও ওদের শ্লোগানের অনুরণন জেগে থাকে...

হাথরাসে মনীষা বাল্মীকির ধর্ষকদের শাস্তি চায়...

ধর্ষকদের  জনক জুমলাবাজদের শাস্তি চায় ...

সাঁঝ নামে। আকাশ ঘিরে আঁধারের ঢল। আঁধারের মাঝে প্রতিবাদী তারারা 

                                    আজও উজ্জ্বল।

Post a Comment

ধন্যবাদ

Previous Post Next Post