কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত শীতলকুচির পাঁচজনঃ তীব্র নিন্দা করল এসইউসিআই( সি)

শীতলকুচির ঘটনা সম্পর্কে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য আজ এক বিবৃতিতে বলেন ---
"পশ্চিমবাংলার নির্বাচনের চতুর্থ দফায় রাজ্যজুড়ে পরিকল্পিত হিংসার ঘটনা এবং কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ফলে পাঁচজন মানুষের মৃত্যুর ঘটনাকে আমরা নিন্দা করছি।
google keyword


আমরা দেখেছি, নির্বাচনের প্রাক মুহূর্ত থেকেই সরকার ও বিরোধী বড় দলগুলোর নেতা-নেত্রীরা যেভাবে তাদের বক্তব্যে কুৎসা, কটুক্তি, ব্যক্তিগত গালিগালাজ এবং ধর্মীয় উস্কানিমূলক কথা বলেছেন তাতে বাংলার রাজনীতি যথেষ্ট কলুষিত হয়েছে। চতুর্থ দফার নির্বাচনে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসাত্মক ঘটনা এবং মৃত্যুর ঘটনা প্রমাণ করছে, এত বিপুল পরিমাণে কেন্দ্রীয় ও আধাসামরিক বাহিনী মজুত করা সত্ত্বেও নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করতে ব্যর্থ। ইতিমধ্যেই নির্বাচন কমিশন সম্পর্কে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। ভোট গ্রহণ কেন্দ্রের চারিপাশে ১৪৪ ধারা থাকা সত্ত্বেও কী করে দুইটি দল উন্মত্ত কর্মীদের জড়ো করতে পারল, বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এই হিংসাত্মক ঘটনা কেন আটকানো গেল না, কাঁদানে গ্যাসের ব্যবহার ছাড়াই গুলি চালাতে হল কেন --- এর জবাব কেন্দ্রীয় বাহিনী এবং সর্বোপরি নির্বাচন কমিশনকেই দিতে হবে। যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবাংলায় প্রায় দৈনিক হাজিরা দিচ্ছেন, সেই কেন্দ্রীয় সরকারও কি এর দায় এড়াতে পারে? আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, নিহত ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ, দোষী পুলিশের শাস্তি এবং কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষ ও সংযত আচরণ দাবি করছি"।

Post a Comment

ধন্যবাদ

Previous Post Next Post