কবিতাঃ দু'কান কাটা

দু'কান কাটা 
        ___ দ্বারক ঘোষ
                  
 
google keyword


প্রশ্নটা ফিরে দেশ ঘুরে ঘুরে
'মোদিজী
আমাদের বাচ্চার ভ্যাকসিন বিদেশে পাঠালেন কেন '
আকুতির আবেদন আজ দেশের দুয়ার জুড়ে 
বঞ্চিত বুকে উত্থিত দাবী কাগজ-কালিতে পন্থা
সন্ন্যাস সাজা ভাগাড়-শকুন বসে দেখে, নরহন্তা। 

নিবিড় অন্ধতার অর্ণবে ভাসিয়েছো গা যারা
বক্র ঠোঁটের  কোণে যারা বন্দী রেখেছো মোদি
ব্যথার দেওয়ালে বেদন আঁচড়ে অশ্লীলতার ধারা! 
মোদি মাদকাসক্তেরা একটু বলতে যদি? 

বিশুদ্ধ ষাঁড়ের গোবরাবৃত  মুড়োর মালিকগণ 
দেশজনতা জ্ঞাত তোমরা গোমাতার সন্তান 
ছাপান্নর ছন্দপতন দেখেছো কি ভক্তগণ 
বিশ্বধিকৃত জরদ্গব
জনদরবারে লুটায় দেখো ধার করা সম্মান। 

কালির আঁচড় টান দিয়ে গেছে কোরা কাগজের গাত্র
দেশের দেওয়ালে প্রতিবাদ আজ প্রাঞ্জলতায় পুষ্ট
শব বিছানো শয্যা-সারিতে লাশাতুর মহাপাত্র
নিরীহ কালির খোঁচায় রাজন ভীরুবীরত্বে রুষ্ট। 

পিতার কাঁধে হাঁটছে দেখো আদরের মেয়ের লাশ
তুমি হাঁটছো শবের সারিতে প্রিয়ার মুখটা খুঁজে 
আঁধার চিরে মত্ত শিয়ালদের ভোজনের উল্লাস
কালো মেঘেরা আকাশের মুখে মাক্সটা দিয়েছে গুঁজে ! 

বিবেকের পথে পদচারণায় সন্ন্যাসী অনিকেত
উদারচিত্ত চিহ্ন স্মরণে  মানবতার এই দেশ
'বিবেক'-র পথ দু'পায়ে মাড়ায় ঘৃণ্য ভোগীপ্রেত
'যোগী'-র  আড়ালে নরপিশাচ নাচে বাতাসে ছড়ায় দ্বেষ। 

দশ কুড়ি শ কিম্বা হাজার আরও বেশী লাখও লাশ
মরণ পাহাড় সাজাবে রাজা রাজার মরিয়া পণ
মৃত্যুর ঘ্রাণে রাজার প্রাপ্তি গোলাপসুরভি বাস
দু'কান কেটে বেহায়া রাজার লজ্জা বিসর্জন।

Post a Comment

ধন্যবাদ

Previous Post Next Post