হৃদয় আমার হারে, দ্বারক ঘোষ

                           হৃদয় আমার হারে
                                        দ্বারক ঘোষ


ঐ আকাশটা আমার চেনা 
সেতো বন্ধু আমার অনেক দিনের । 
বর্ষাভেজা আঁধার রাতে মেঘেরা যখন মাঝে মাঝে বিশ্রামে যেত  
ফাঁক বুঝে আমার আকাশটা পাঠাত জ্যোৎস্নামাখা চাঁদকে ;
চাঁদটা উঁকি মেরে দেখতো আঁধার ভেঙে চলা পথিককে,
তার আদরাবৃত স্নিগ্ধ চাউনি মেলে ;
আঁধার রাতে বন্ধু আকাশটা তারাদের ছড়িয়ে দিত তার নীলাঞ্চলের মাঠে ,
মিষ্টি মিষ্টি হাসি নিয়ে তারারা মাততো  খুশির খোলা হাটে ;
তারারা তাদের নরম আলো সাজিয়ে দিত আঁধার রাতের পথে । 

ঐ যে মাঠটা! 
সেও আমার অনেক দিনের চেনা। 
ঐ মাঠ সামাজিক দায়ভারের মুখবোজা বৃষস্কন্ধি । 
মাঠের সবুজেরা সকাল-সাঁঝে দোলা দিয়ে যায় মনোভূমে,
ঐ মাঠ আমার মনের মাঠের আত্মিকতায় বন্দী ;
সোনা ঝরা হেমন্তের সোনালী আলিঙ্গন 
বসন্তের বাতাসে গা ভাসিয়ে পলাশ-শিমুলের  হাসি হাসি মুখ,
সে তো আমার হৃদয় চুরির  অভিনব এক ফন্দি । 

হৃদয় আমার হারে



আর ওই যে বনানী ঘেরা পল্লীপাড়—
সে তো আমার বুকের পাড়ায় জেগে থাকা প্রাণোচ্ছল প্রতিবেশী ।
সে কি আজকের চেনা !
ওই পল্লীর পাড়ে বোঝা হয়ে আছে 
                           আমার লক্ষ ঋণের দেনা ।
বাউলের সুরে সুরে মোহ-আচ্ছন্ন মাটি, 
হামাগুড়ি দিতে শিখেছিলাম তার ধূলিপাড়ে ;
হৃদয়টা বুঝি তখনই হারিয়ে গেছে ওই মাটিতে 
বাউল গানের সুর তোলা ঐ একতারাটির তারে। 

ওইযে গাঁয়ের মানুষগুলো—
সেতো নয় শুধু অনেক দিনের চেনা !
শ্রীহীন চোখমুখ সহজ-সরল বুক 
ওরা না পাওয়ার মাঝে হারিয়ে ।
আমাদের মিথ্যা অহংকারের নির্ভর জীবন 
ওদের শ্রমের স্বীকৃতি যায় মাড়িয়ে—
ওরা হারিয়ে থাকে আপনতার আড়ালে । 
ওরা আমার আপনজন, 
ওরা নয় শুধু অনেক দিনের চেনা !
জেনো, আমার এই হৃদয়খানি 
ওদের ভালোবাসা  দিয়ে কেনা। 
 প্রাণঘেরা ঐ পল্লীর পাড়,
ঐ নীল ছড়ানো আকাশ 
বলাকাদের পাখা মেলা সারে সারে—
আমার খোলা মনের জানালা দিয়ে ফিরে আসে ওরা— ওরা ফিরে আসে বারেবারে ;
ঐখানে ঐ নীল আকাশের পাড়ে,হৃদয় আমার হারে।

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم