সম্পর্ক: দ্বারক ঘোষ

সম্পর্ক
                  দ্বারক ঘোষ

খুঁজছো কেন ছোটবেলা 
ফেলে আসা দূর ,
খুঁজছো কেন মাটির গন্ধ 
আপন বাঁধা সুর !




খুঁজছো কেন কান মলাটা 
বাবার ভীষণ বকা ,
ভুলটি করে মায়ের কোলে 
আঁচল দিয়ে ঢাকা !

খুঁজছো কেন দাদার সাথে 
ইস্কুলেতে যাওয়া ,
মেলায় গিয়ে বায়না ধরা 
বুড়ির চুলটি খাওয়া । 

খুঁজছো কেন ভাইফোঁটাটা— 
ভাই বোনেতে খেলা ,
খুঁজছো কেন হারিয়ে যাওয়া 
সম্পর্কের  মেলা !

খুঁজছো কেন ঈদের দিনে
বুক মিলানো বুক,
খুঁজছো কেন ফেলে আসা
সকাল বেলার সুখ!

ছাত্র-দিনের স্কুলবাড়িটা
খুঁজছো কেন বল,
চোখের কোণে জলটা কেন
করছে টলমল!

দাদু-দিদার অপার স্নেহ
কেনই খুঁজে ফিরো ?
সবাই দেখি খুঁজে ফিরো—
জিরোর থেকে হিরো। 

সম্পত্তি খুঁজিনাতো
স্মৃতির দ্বারে ব'সে !
সোনালী সেই দিনটি খুঁজি—
শেষ বিকালের শেষে। 

খুঁজে ফিরি সবুজঘেরা
সেই সবুজের মাঠ—
যেখানেতে সবাই সাথি—
ছিলনা জাতপাত। 

দুপুর গড়া বিকেলটাতে
হিসেব কেন কষা !
কেন স্মৃতির কাঠগোঁড়াতে
মনের ক্ষেতি চষা !

হদয়সুতোয় হৃদয় বাঁধা
যায়না তারে দেখা,
সেই সুতোতে জড়িয়ে থাকে
ভালোবাসার লেখা। 

জীবনখানি জীবন্ত রয় 
জীবনবীণার তারে,
সম্পর্কের সৌন্দর্য
আমরা বলি যারে। 

'সম্পর্কই সম্পত্তি'
এইটি যদি খুঁজি—
জীবনসূর্য ডোবার বেলায়
শান্তির চোখ বুজি

Post a Comment

ধন্যবাদ

Previous Post Next Post