৮ লক্ষ কোটি টাকার ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিক্রি হতে চলেছে মাত্র ৫০ হাজার কোটি টাকায়।

      ৮ লক্ষ কোটি টাকার ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিক্রি হতে চলেছে মাত্র ৫০ হাজার কোটি টাকায়। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম সরকারী তেল কোম্পানী। ভারতের ছয় নম্বর বৃহত্তম কোম্পানী। 
     ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধের সময়  বেসরকারী তেল কোম্পানীগুলি যুদ্ধক্ষেত্রে জ্বালানী সরবরাহ করতে ব্যর্থ হলে বেসরকারী তৈল সংস্থাগুলিকে সরকার জাতীয়করণ করার সিদ্ধান্ত নেই। সেই মোতাবেক ১৯৭৬ সালে বার্মাসেলকে অধিগ্রহণ করে এর নামকরণ করে ভারত পেট্রোলিয়াম কর্পরেশন লিমিটেড বা BPCL ।
    BPCCL
  1. চারটি শোধনাগার কচি(কেরল) মুম্বাই, নুমালিগড়(অসম) বীনায়(মধ্যপ্রদেশ) অবস্থিত।
  2.   মোট তেল শোধন করার ক্ষমতা ৩৮.৩ মিলিয়ন মেট্রিক টন, শতাংশের হিসাবে ভারতের মোট তৈলশোধনের ১৫ ভাগ একাই বিপিসিএল করে। 
  3.   ১৫০৮৭ টি পেট্রোল পাম্প, 
  4. ৬০০৪ LPG ডিস্ট্রীবিউশন এজেন্সী, 
  5.  ৫২ টি বোটলিং প্ল্যান্ট, 
  6.  ৫৬ টি বিমানে জ্বালানী ভরার স্টেশন,
  7.  ২১৪১ কিমি বহুমুখী পাইপলাইন , 
  8.   ৭.৮৩ কোটি জ্বালানী গ্যাসের গ্রাহক।
  9.  ১১ টি অনুসারী কোম্পানী।
  10.  ২২ টি জয়েন্ট ভেঞ্চার কোম্পানী। 


      BPCL ১৯৭৬ সাল থেকে প্রতিনিয়ত সরকারকে লাভ দিয়ে এসেছে। ২০১৭ সালে কোম্পানী মহারত্ন স্ট্যাটাস লাভ। যে কোম্পানী প্রতিবছর ৫০০০ কোটি টাকার উপর লাভ দেয় তাকেই মহারত্ন স্ট্যাটাস দেওয়া হয়। বিগত ১৬ বছর ব্যাপী  FORTUNE 500 কোম্পানীর ( বিশ্বতালিকা) তালিকায় নাম ধরে রেখেছে। বিশ্ব সংস্থা MOODY  দিয়েছে BBBগ্রেড । 
  ২০০৩ সালে অটল বিহারী বাজপেয়ী BPCL কে বেসরকারীর হাতে তুলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভারতের সুপ্রিমকোর্টের হস্তক্ষেপে তৎকালীন বিজেপি সরকার পিছু হটে। সুপ্রিমকোর্ট বলে ১৯৭৬ সালের সংস্থা জাতীয়করণ আইন অনুযায়ী বেসরকারিকরণ করা যাবে। এক্ষেত্রে আইন পাল্টাতে হবে। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় এসে ২০১৬সালে সেই আইন পাল্টে ফেলতে সক্ষম হয় নরেন্দ্র মোদির নেতৃত্বে।  এখন BPCL বেসরকারীকরণ শুধু সময়ের অপেক্ষা। 
     ভারত পেট্রোয়াম কর্পোরেশন লিমিটেড বেসরকারীকরণ হলে দেশের সাধারণ মানুষের আর্থ-সামাজিক ক্ষেত্রে কিকি প্রভাব পড়তে পারে ? সে বিষয়ে পরের প্রবন্ধে লিখব। ততক্ষন পাঠকগণ ভাবুন, ভাবা প্র্যাক্টিস করুণ । কারণ এর সাথে দেশের আপামর জনসাধারণের স্বার্থ জড়িয়ে আছে।  

1 تعليقات

ধন্যবাদ

أحدث أقدم