হিসাব নেবার পালা

হিসাব  নেবার পালা
-----------দ্বারক ঘোষ 

নীলনভ আজ আঁধার ঘিরেছে
       বিশ্বভুবন জুড়ে, 
জানি না কবে কেটে যাবে তমঃ
       বিশ্ব ফিরবে সুরে !

কত     মানুষের       বধ্যভূমি 
       হবে ধরা নাই জানা !
ভুখা মিছিলের কত না সারি
       পথে পথে দেবে হানা !

গ্রাম থেকে গ্রাম,হাজার শহর 
       সর্বগ্রাসী মন্দা,
কর্ম হারানো লক্ষ-কোটি----
       ধরণীটা আজ বন্ধ্যা ।

স্তন্যদুগ্ধ    হারিয়ে       শিশু 
       হয়তো তখন কোলে----
অনাহারী মা পড়েছে যখন 
       মৃত্যুর কোলে ঢ'লে !

তামাম দুনিয়া লুটে নেয় যারা----
       শোষণের বীজ বোনে , 
দানবীর সেজে নামলো আসরে ----
       এমন সুযোগ ক্ষণে !

ক্ষুধার পৃথিবী গ'ড়ে তুলে যারা
      মিথ্যার জাল বুনে ----
তাদের কি তোরা চিনবি না কভু !
       হিসাব নিবি না গুণে ?

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم