মিথ্যা-আলো

মিথ্যা-আলো

       দ্বারক ঘোষ 


ভাত  কই   ?    ভাত   দে   ।
কাজ কই   ?    কাজ  দে   ।
স্বাস্থ্য কই   ?    স্বাস্থ্য   দে   ।
ঘর    কই   ?    ঘর     দে   ।
শিক্ষা কই  ?     শিক্ষা  দে  ।
বাঁচা   কই  ?     বাঁচা    দে  ।
                        উত্তর  কই  ? উত্তর দে ।
করোনা প্রতিরোধী পোষাক 
সার্বিয়াতে বেচলি কেন ?
জবাব চাই ? জবাব দে ।
গোটা দেশকে আঁধারের খাতে 
ঠেলে  দিয়ে, এখন বলছিস 
                    আলো জ্বালা !
উত্তর  কই ? কালা সেজেছিস  ?
অপদার্থতা ঢাকতে ----- 
মানুষের  দৃষ্টি  ঘোরাতে 
               আবার ধূর্তামি ?
আবার  নতুন খেলা ----
               'আলো জ্বালা ' ?
শোনরে হবু রাজা,গবু মন্ত্রী ----
আছে যাদের জ্ঞানের আলো 
জ্বালবে না আজ 'মিথ্যা-আলো' ।
'মিথ্যা-আলো' 'মিথ্যা-আলো' 'মিথ্যা-আলো'----
জ্বালবে না আজ 'মিথ্যা-আলো' ।

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم