মাটির স্বর্গ

       --মাটির স্বর্গ--

             --------দ্বারক ঘোষ 

এক যে ছিল দেশ
দুঃখ কষ্ট ক্লেশ 
            বসিয়ে ছিল থাবা  ;
যেত না সেথায় পীড়ন ছাড়া
            সুখের কথা ভাবা !

ক্ষুধা ছিল নিত্যসাথি
নৈরাশ্যের আঁধার-রাতি 
            দীন ছিল না দিনে  ;
অত্যাচারীর নিদান-সাথে
           ছিল আলোর বিনে ।

রাতে মায়ের ঘুম ছিল না
শিশুর মুখে দুধ ছিল না----
            মানুষ ছিল নিঃস্ব ;
একটি মানুষ পাল্টে দিলো----
            দেখলো সারা বিশ্ব ।

অত্যাচারী জার-এর সাজা
দিতে এলেন নতুন রাজা----
            সবহারাদের নিয়ে  ;
মেহনতীর মুক্তি এল 
            বুকের রক্ত দিয়ে  ।

ফুটলো ফুল,গাইলো পাখি 
মুক্ত বাতাস সাক্ষী রাখি----
            শোষণহীনের রাজ্য ;
মুক্ত নারী, চাষী-মজুর----
            সবার জন্য কার্য্য  ।

'দুনিয়া কাঁপানো দশটা দিন'
শুধিতে রক্ত, শহীদ-ঋণ----
            জীবনের উৎসর্গ  ;
পিতৃভূমে অর্ঘ্য সাজিয়ে 
            মাটিতে রচিলো স্বর্গ  !

নতুন চেতনার নব দিশারী 
মহান পথের বিশ্ব পাড়ি  ;
            জীবনের শেষমেশ----
চলো চলো আজ দেশে দেশে গড়ি 
            সেই লেনিন-এর দেশ ।

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم