নিরপেক্ষ

নিরপেক্ষ

আমি শিক্ষিত ভদ্র নিরপেক্ষ

আমার ঘরেরর সব কটি
বই সেল্ফে
আটসাট বই সাজান
পরিপাটি করে
আর একটিও কাগজ রাখার মত
ফাঁকা নেই।
থাক আর নেব না বই।

এক দিন যেও
দেখবে সারা দেশের সব মহা মানুষের কথা
আছে  পরিপাটি সাজান।

প্রতিদিনের মানুষের জীবনে ঘটে যাওয়া 
বিপর্যয়ে ঝরে যাওয়া
এক....অগণিত  জীবন

আমি শিক্ষিত ভদ্র নিরপেক্ষ।

সন্ধের কাল অন্ধ কারে হারিয়ে যাওয়া
সংসার আলো করা ফুটফুটে মেয়েটা (?)
আমি শিক্ষিত ভদ্র নিরপেক্ষ

আদ্যপান্ত পরিশ্রমে বিকিয়ে দেওয়া
সংসারের একচিলতে সুখের জন্য।
ঋনের জালে জীবন প্রভাতেই ধপ করে নিভে যাওয়া কৃষক(?)
আমি শিক্ষিত ভদ্র নিরপেক্ষ।

চোখ মেলে দেখি
 প্রাণ ভরে উপভোগ করি
আসর জমিয়ে তক্ক করি
  "এক" পক্ষের
ভিন্ন দলে ভাগ হয়ে
মজার খেলা খেলা
"লড়াই"
আমি শিক্ষিত ভদ্র নিরপেক্ষ।

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم