পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এস ইউ সি আই এর মিছিল

 

google keyword




         আমতলাঃ পেট্রোপন্যের লাগাতার মূল্য বৃদ্ধির প্রতিবাদ করে নওদায় মিছিল করল এসইউসিআই( কমিউনিষ্ট) । আজ বিকেলে এসইউসিআই ( কমিউনিষ্ট )'র কর্মী সমর্থকরা আমতলার  নিমতলা মোড়ে জমায়েত হয়ে ত্রিকোন পার্কের চারদিক সহ স তিন দিকের রাস্তা পরিক্রমা করে মিছিল শেষ করে। 
            
              কেন্দ্রের  বিজেপি সরকারের রান্নার গ্যাসের ও কেরোসিনের ভর্তুকি ছাটাই করার তীব্র প্রতিবাদ করে । সাথে সাথে রাষ্ট্রীয় কলকারখানা বেসরকারিকরণের বিরোধিতা করে। সাম্প্রতিক রাজ্য সরকারের গণ আন্দোলন দমনে পুলিশের ন্যক্কারজনক ব্যবহারেরও তীব্র বিরোধিতা করে।  যক্তফ্রন্ট সরকারে থাকাকালীন এস ইউ সি আই (কমিউনিষ্ট) এর ঘোষিত দাবী ছিল ন্যায়সঙ্গত গণআন্দোলনে পুলিশের হস্তক্ষেপ করা চলবে না । আজ সেই দাবিতেও  শ্লোগান ওঠে এস ইউ সি আই ( কমিউনিষ্ট )'র মিছিলে।  

  

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم