মগজে দিই শান

মগজে দিই শান

            
              --------দ্বারক ঘোষ 

পেতেছি হাত, চেয়েছি ভাত
জেগেছি ক্ষুধার রাত, 
বুঝিনি তখন,অবুঝ যখন----
সমাজ দেবেনা সাথ ;

ঘুরে  পিছু পিছু, করুণাটা কিছু 
জুটবে জীবনটাতে !
যায়না বিপদ,কাটেনা আপদ 
সদা রয়ে যায় সাথে ।

কে কার নেতা! কে কার ত্রাতা----
বোঝার উপায় নাই, 
চোখ বুজে সবে,রহি নীরবে----
মাথায় ওদের ঠাঁই !

আমাদের দেশ , দুটি ভাগে শেষ----
দরিদ্র আর ধনী ,
তোমার নীতি ,সমাজ-রীতি----
কার হয়ে তুলে ধ্বনি  ?

দুটি রয় শ্রেণি,  জেনো দুটি দ্রোণী ----
রাখলে দুটিতে পদ----
ডুববেই জেনো, মেনো না মেনো
হবেই হবে বিপদ ।

কত রাজনীতি,ঝোরে পড়ে প্রীতি ----
মানুষ অন্তপ্রাণ (!)
লাখো-কোটি জমে, স্বনামে-বেনামে
তুমি চেয়ে রও ত্রাণ  !

মর্ না রে ওরে ,তোরা দেশজুড়ে 
যত অভাগার দল,
কারিগর তোরা,সৃষ্টির গোড়া----
ওরা খাবে শুধু ফল ।

যদি না বুঝিস, যদি না যুযিস 
ভাঙতে জুলুম-কারা----
এমনি ক'রে, জীবনভরে 
পড়বিরে তোরা মারা ।

আয় সব ফেলে,চোখটাকে মেলে
লড়াই-এর পথ খুঁজি,
না রে না রে নয়,আর দেরী নয়----
রহিস না চোখ বুজি ।

পরোয়া না ক'রে, ন্যায়ের দুয়ারে 
বাজি ধরে যারা প্রাণ----
সেই পথ খুঁজে, আই না গরজে----
মগজেতে দিই শান ।

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم