ছদ্মবেশ

                                                               ছদ্মবেশ 
                                              দ্বারক ঘোষ


শাসকেরা দেশে দেশে সজ্জিত সমর-সম্ভারে দেশরক্ষার মহান(! )দায়িত্ব কাঁধে ,
হিসাবহীন অস্ত্রের কেনাবেচা 
রণহুংকারে তটস্থ ভয়ের পৃথিবীটা—
এই বুঝি যুদ্ধ বাধে !
GOOGLE KEYWORD


দেশ মানে তো মানুষ সাধারণ 
নয়তো শুধু কাঁটাতারের ভৌগোলিক সীমানা ,
তবে কেন অহমিকার আগ্রাসন !
শক্তি প্রদর্শনে ক্ষমতালোভীদের দেশে দেশে হানা ?

রকেট মিসাইলের বিষাক্ত চুম্বন— 
ধ্বংসস্তূপে আর্তনাদ ,
শতবর্ষ ধরে দাঁড়িয়ে থাকে দেশরক্ষার চিহ্ন !ধনকুবের শাসকদের লিপ্সার জিহ্বায় ক্ষমতার আস্বাদ । 

আস্তিনে গোটানো শিকারিথাবায় বেঁচে থাকার স্বপ্নের সমাধি ,
স্বপ্নহারা উদ্বাস্তুদের কান্না হাঁটা পথের পাড়ি—
দুধের শিশুর ছিন্নভিন্ন রক্তমাখা শরীরগুলো 
তখনও ছড়িয়ে থাকে দেশরক্ষার মহান কীর্তি নিদর্শনে—
নদীর চরে, শহরের রাস্তার বাঁকে বাঁকে !

দেশ মানে তো বিশ্বমানবতার দেশ 
দেশরক্ষা মানে রাতের নিশ্চিন্ত ঘুম 
সবুজ সকালে স্বপ্নমাখা চোখের পাতা খোলা দুঃস্বপ্নের অবসান ;
দেশরক্ষামানে তো হৃদয়ের জানালায় সৃষ্টির দোলা
স্বতঃস্ফূর্ত  প্রাণ —
দেশ মানে তো শিশুর মুখে ফুটে থাকা হাসি ;
দেশ মানে তো সাম্য—
হীন বৈষম্য ;
ধনকুবেরদের  পোষা শাসকরা কেড়েছে সব—
রাখেনি অবশেষ  ;
দেশরক্ষা যুদ্ধবাজদের বাহানা— 
এক ভয়ঙ্কর ভান—
ধূর্ত শয়তানদের এক শয়তানী ছদ্মবেশ।

Post a Comment

ধন্যবাদ

Previous Post Next Post