বিপ্লবী ক্ষুদিরাম স্মৃতি সংঘ ৭৬ জন অতি দরিদ্রকে লক ডাউনে ত্রাণ দিল


নিজস্ব প্রতিনিধিঃ নওদা, নওদার চন্ডীপুর গ্রামের বিপ্লবী ক্ষুদিরাম স্মৃতি সংঘ ৭৬ জন অতি দরিদ্র ব্যাক্তিকে ত্রাণ বিতরণ করল। এই দিন বিকেল তিনটাই গ্রামের জাতিধর্ম নির্বিশেষে ক্লাব প্রাঙ্গণে ত্রাণ বিতরণ করে ক্লাবের সম্পাদকের নেতৃত্বে।
      প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস মানুষ থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়া রোধ করতে দরকার লকডাউন। সেই মোতাবেক দেশ ব্যাপী লক ডাউন চলছে। এতে সবচেয়ে বিপদে পড়েছেন সমাজের প্রান্তিক মানুষ। দিন আনা দিন খাওয়া মানুষ একধাক্কায় মাস ব্যাপি বেরোজগার হয়ে পড়েছেন। কিন্তু পেটের ক্ষুধা লকডাউন মানছে না। অনেকেরই উনুন জ্বলছে না । এদিকে সরকার ত্রাণ নেই বললেই চলে। পর্যাপ্ত রেশন তাঁরা পাচ্ছেন না। এই বিপদে সারাদেশেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন লক ডাউনের কারণে সেই অসহায় মানুষের  পাশে এসে দাড়িয়েছে।
     ক্লাব সম্পাদক মজনু রহমান মালিত্যা দেশের এই বিপদে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে সামাজিক দূরত্ব মেনে চলাও খুবই জরুরী বলে মনে করেন। 

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم