সভ্যদানব

-------------সভ্যদানব-------------
              
       ------দ্বারক ঘোষ 

অভিমানী আজকে সবুজ 
বলল এসে নইরে অবুঝ
      বন-বনানী মোরা ;
ফাঁদলিরে ফাঁদ আপন মরণ 
কাটলি মোদের, করলি হরণ 
     অবলীলায় তোরা  ।

এই ভুবনের সবুজ যত 
মাড়িয়ে দিলি ইচ্ছেমত 
            চড়ে সভ্যের ঘোড়া  !
ইন্ডাস্ট্রীর বর্জ্য-জহর 
ভরিয়ে দিলি নদী-গহ্বর ----
           সভ্যদানব তোরা ।

শুধুই কি তাই করলি ওরে 
জল তুললি গায়ের জোরে 
            গ্যালন লক্ষ-শত  ;
আকাশছোঁয়া তুললি বাড়ি 
নল বসালি ভারি ভারি 
            করলি পাতাল ক্ষত ।

বিষ ছড়ালি বিশ্বজুড়ে 
ফিরল সে বিষ ভুবনপুরে 
            মারণ খেলা নিয়ে !
বেনের দলের লালস-জিভে
সাধারণের জীবন নিভে ----
            হিসাব যাবি দিয়ে  ।

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم