পাখিদের প্রতিবাদ

    পাখিদের প্রতিবাদ
            -------দ্বারক ঘোষ 

বনের পাখি ডাকলো সভা 
নীল আকাশের তলে, 
দোয়েল ফিঙে চড়ুইরা সব 
জুটলো দলে দলে ।

কাক-কোকিল আর তারই সাথে 
হাজার জাতির পাখি, 
একে একে নানান জনে 
ভাষণ দিলো রাখি :

বললো সবাই একই সুরে,
বললো বারংবার----
প্রকৃতিটা সবার জন্য----
সমান অধিকার ।

কেনা কারও বাপের নহে 
প্রকৃতি-সম্পদ----
ইচ্ছেমত লুটে নিয়ে 
করবে তারে বধ ।

দেখছো কি আজ আকাশ-বাতাস 
সাগর নদীর জল! 
নতুন করে শ্বাসটি নিয়ে 
স্বচ্ছ ও নির্মল ।

ভয়ের দোরে দাঁড়িয়ে যখন 
বিশ্বমানব-মন----
হাঁফ ছাড়লো পৃথিবীটা 
হলেও কিছুক্ষণ  !

আমরা যারা হারাচ্ছিলাম 
অবলুপ্তির পথে----
সংকটের এই বিশ্বমাঝে 
এলাম বিজয়-রথে ।

আর মিছে নয় কিচিরমিচির 
আর নয়কো ঝগড়া----
শয়তানদের শয়তানীতে 
একজোটে দাও বাগড়া ।

সভার শেষে সমস্বরে 
উঠলো সভায় রব,
লুঠতরাজী বন্ধ কর----
বললো পাখি সব ।

তুললো দাবী কাঠঠোকরা----
ফেরাও নীল আকাশ 
দূষণ মুক্ত ধরা ফেরাও----
ফেরাও সবুজ বাস ।

বৌ-কথা-কও উঠলো গেয়ে 
আমরা করবো জয় ...
কোরাস কন্ঠে মিললো সভা----
আমরা করবো জয়
আমরা করবো জয়
আমরা করবো জয়
                       নিশ্চয়।

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم