লড়াই থামেনি

লড়াই থামেনি
             -------দ্বারক ঘোষ 


শ্রমিক-শোণিতে সিক্ত বস্ত্র 
লালে লালে লালে লাল, 
আট ঘণ্টার লড়াই জিতেছে----
থামেনি লড়াই-কাল ।

লড়াই চলছে, লড়াই চলবে 
শুরুর লড়াই ছিলো----
শোষণরাজের বক্ষ মাড়িয়ে 
শ্রমিকেরা পথে এলো ।

আট ঘণ্টার লড়াই-এর জিত
করুণার দান নহে ,
এ-লড়াই পিছে লাখো শ্রমিকের
জীবন-আহুতি রহে ।

শ্রম চুরি ক'রে শ্রমিকের পিঠে 
রাখে যারা বোঝা-ভার----
সইবে না শ্রমিক কখনো জেনো, 
লড়াই থামেনি তার ।

রক্তস্নাত শ্রমিকের পিরান
দানলো নতুন ধর্ম, 
শ্রমিক ঐক্যই মুক্তির পথ----
লাল পতাকার জন্ম ।

শ্রমিক-লড়াই জারি আজো আছে 
দুনিয়াটা গোটা জুড়ে, 
বিজয়-চিহ্ন লাল পতাকা----
ঐ পত্ পত্ উড়ে ।

১-লা মে-টা  ঘুরে  ঘুরে ফিরে----
শপথ নেবার দিন, 
শহীদের রক্ত শুধবো মোরা----
মুক্ত হইবো ঋণ ।

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم