গণিতজ্ঞ দিলু জ্যাঠা

গণিতজ্ঞ দিলু জ্যাঠা
          
             -----দ্বারক ঘোষ 

এক লক্ষ মানুষ, থুড়ি----
সংখ্যা ওটা ভোটার, 
সময় হ'লে সব মিলিয়ে 
হিসেব আছে জোটার ।

গদির দিকে দৃষ্টি রেখে 
বলেন দিলু জ্যাঠা----
লকডাউনে আটকে প'ড়ে 
মানুষ বলেন যেটা :

জ্যাঠা মশাই, জ্যাঠা মশাই
খবর পেলাম মোরা----
লকডাউনে আটকে যারা,
হবে সবার ফেরা !

তুমি না কি ত্রাতা সেজে 
করছো ছোটাছুটি ?
তাই নম্বর খুঁজে তোমার---- 
সবাই মিলে জুটি ।

শুরু করি কথা বলা----
আটক পরবাসী, 
এক লক্ষের ঠিকানাটা----
দিল্লি-বারাণসী ।

ধরি কথা বলার  সময়, 
দু-মিনিটও ঘটে----
এক লক্ষ বললে মোরা
মাস চারতো বটে  ?

চলছে জানি লকডাউনের, 
মাসতো দুটি মাত্র  !
এরমধ্যেই জ্যেঠুমণি 
বদলে গণিত শাস্ত্র  ?

অঙ্কটা কি ছন্নছাড়া  !
মাস-বছরও কাত  ?
দিলু জ্যাঠা, দিলু জ্যাঠা 
এ হুয়ি না বাত !

এই না হ'লে দিলু জ্যাঠা 
সবার তুমি শ্রেষ্ঠ  !
তোমার সকল শিষ্য জানে----
জানে কেষ্টবিষ্ট ।

তাইতো দেখি সব বিষয়ের 
নোবেলগুলি হাসছে ,
পাচ্ছে নোবেল দিলু জ্যাঠা----
সম্মুখেতে ভাসছে  !

জ্যেঠুমণির কপালখানি 
নয়কো নেহাত মন্দ  !
গণিতনোবেল আতর মেখে 
ছড়ায় দেখি গন্ধ  !

তা ধিন্ তা ,তা ধিন্ তা
ধর্ রে সবাই বোল----
দিলু জ্যাঠা গণিতজ্ঞ ----
সবাই কাঁধে তোল ।

কোথায় তোরা আছিস কে রে ?
সবাই তোরা দূর্ রে ,
নোবেল পাবে দিলু জ্যাঠা----
হিপ্ হিপ্ হুর্ রে !

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم