উন্নয়ন

-----------------উন্নয়ন---------------

                   -----দ্বারক ঘোষ 

আয় দেখে যা ঝাঁঝটা কত  !
আয় দেখে যা বাহার ,
উন্নয়নের উপচে পড়া----
কতই জুটে আহার  !

ত্রাণের খাবার কাড়াকাড়ি----
উপচে পড়া ভিড়, 
মাথার উপর আকাশ কাঁদে----
নাইকো ওদের নীড় ।

হাঁটছে ওরা হাজার হাজার 
বৃদ্ধ-শিশু কোলে, 
ঘাড়ে মাথায় মোটের বোঝা----
উন্নয়নে ঝোলে  !

কোলের শিশু ঘুমিয়ে পড়ে----
ঘুমায় চিরঘুমে, 
ক্লান্তি-ক্ষুধার পথে পথে 
উন্নয়নে চুমে !

সূর্য ঢলে সন্ধ্যাকাশে----
মৃত্যু ঢলে পথে,
জীবনখানির স্বপ্ন লুটায়----
দেশটি সবার বটে  !

দশলাখি কোট পরে নেতা, 
লক্ষ টাকার পেন  !
উন্নয়নের গল্প লাখো----
তাতেই লিখে দেন !

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم