কবিতাঃ সাগর

সাগর
 ————দ্বারক ঘোষ

মূর্তিটা মূর্তি না
          অনাবিল সাগরের,
হীরা চুনি পান্নার
          চেয়ে দামী আকরের।

মূর্তিটা মূর্তি না
          উঁচু শির সেখানে,
শ্রদ্ধায় নত হয়ে
          সব মাথা যেখানে।

বিধবার অশ্রুনীর
           গ'ড়ে তোলে পারাবার,
সাগরের বুকে মিশে
          পথ পায় হারাবার।

অসহায় নারীদের
          মুখে ভাষা জোগাড়ের,
বাংলার ঘরে ঘরে
          তরঙ্গ সাগরের।

আধুনিক হয়ে ওঠে
          বাংলা যে ভরসে,
ভাষা সে যে আধুনিক—
          সাগরের পরশে।

শ্রেষ্ঠের শিরোমণি
          মানবতা-মননে,
যত পাই তুলে নিই
          সে সাগর সেচনে।

সাগর কি শেষ হয়
          দানবের দলনে!
সাগর কি শেষ হয়
          মিথ্যার ছলনে!

সাগরের বেলাভূমি
          কালিময় তখনই—
থামে যদি প্রতিবাদ—
          থামে যদি লেখনী।

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم