আচ্ছেদিনওয়ালা

---------------আচ্ছেদিনওয়ালা--------------

         ------দ্বারক ঘোষ 

ওরা একদল আরাম-আয়েশে রয়
                        গদির উপরে শ'য় ,
ওরা, আকাশপথে আসে উড়ে 
'মিত্রঁর' দায়টা ওদের জুড়ে ।
আর এক দলের ঠিকানা পথেই রয় ,
                         পথেই জীবন বয় !
ক্লান্তির পথ, শুয়ে যায় রেল 'পরে, 
ওরা, যারা মালগাড়ি-ট্রেন গড়ে, 
               গাড়িতেই কাটা পড়ে ;
              অবশেষে ঘুমের দেশে 
                       ঘুমায় চিরতরে ।

আর এক দল সাহসী  (!) ওরা 
দুনিয়াতে মিলে না ওদের জোড়া, 
ওরা হ'লো গিয়ে নেতা, 
ওরা বেনিয়ার দল----
ভোটের বাজারে ক্রেতা ।
ওরা জুমলা ফেরি করে 
        অভাবের ঘরে ঘরে ,
বস্তায় ভোট পুরে 
গড়ে, সরকার বাহাদুরে ।
তারপর! সকল স্বপ্ন চুর----
মুখ ফিরায়, সরকার বাহাদুর ।
দায়িত্ব সব খালাস !
রেলে প'ড়ে থাকে লাশ ,
              মৃতের চোখেতে আশ----
              তখনও আটকে থাকে, 
যদি একবার পেতো ছুঁতে 
             বাপের ভিটেটাকে ।
যদি একবার পেতো প্রিয়ার হাত ,
যদি একবার ফিরতো স্বপ্নরাত !
যদি একবার পেতো দেহ 
                 অপার মাতৃস্নেহ ,
যদি একবার কচি হাত দুটি 
জড়িয়ে পিতার গলা----
              খুশি নিতো যত লুটি ;
সব কাড়ে ক্লান্তির শ্বাস----
                স্বপ্ন-সমাধি---- লাশ, 
মৃতের চোখেতে আশ ----
            তখনও আটকে থাকে, 
যদি একবার পেতো ছুঁতে---
            বাপের ভিটেটাকে ।

আজকের আচ্ছেদিনওয়ালা
সেদিনের ফেরিওয়ালা----
করেছিল ফেরি----জুমলা মুখে,
                   শ্রমিক রইবে সুখে ;
হাওয়াই চটি প'রে 
যে শ্রমিক পথে ঘুরে----
হাওয়াই জাহাজ চড়াবে তাকে  !
জুমলার বাকি কি-ই বা থাকে ?

ওরা এবার কিনবে লাশ----
দায়িত্ব, সব খালাস! 
ওরে,আর কত লাশ কিনবে ওরা !
তুলবি না কেউ প্রশ্ন তোরা ? 
তুলবি না বুকে দ্রোহের ঢেউ ?
               হিসাব নিবি না কেউ  ?

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم