আশীর্বাদি

---------------আশীর্বাদি-------------

               ------দ্বারক ঘোষ 

দুদ্দূর দূর কে বলেছে বদ ?
এইতো এবার শুরু হবে 
            বিশ্ব দিবস মদ !
নয়কো কারণ বারণ মোদের ----
            নয়কো গেলা রদ ।

শুকনো গলা ভিজিয়ে নেবে 
            গুরু মোদের যত---- 
চ্যালা নিয়ে দিনেরাতে 
            রইবে পিনায় রত । 

কি যেন সেই  ঐ কথাটা  ?
          সোশ্যাল ডিসট্যান্টস্ !
তা দেবোনা দেবোনা ভাই
            একেবারেই চান্স ।

আমরা লাখো লাইন দেবো 
            জমবো ঝাঁকে ঝাঁকে  ,
করোনাটার কেরামতি 
             গলবে না সে ফাঁকে ।

মোদের মাথায় আশিস ঝরে 
           মাথায় ছাতা আছে  ,
দাদা-দিদি সবাই মিলে 
            মাতাল সাধে বাছে !

কেন যে সে মোদের গুরু 
            বললো হরিদ্বারে----
যুবা শ্রেণির মদ খাওয়াটা 
            দঃখটা দেয় তারে  !

মা অমিয়ার মন্দিরেতে 
            হয়তো বলেন ভুলে ,
মাতাল মোরা জুমলা জানি----
            তাইতো নিষেধ তুলে ।

গুরুর গুরু দেশের মাথা 
            মাতাল ছেলের পিতা, 
গার্জেনটি লোকাল জেনো 
            স্বয়ং গুরুমাতা  ।

নাই নাই ভয় মাতালের জয়
            তোলরে জয়ধ্বনি----
মাথার উপর গুরুর গুরু 
            সাথে মাতামনি ।

যাক না ভেসে সংসারটা----
            ভাঙুক কেন ঘর ,
অন্ধ হয়ে দাদা-দিদির 
            জয়ধ্বনি কর্  ।

বলরে ওরে গদি বাঁচুক 
            মাতাল আছিস যত----
আজ্ঞাবাহক দাসে মোরা 
         হবই পরিণত ।

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم