জননেতা অচিন্ত্য সিনহা আর নেই

 ১৬ই এপ্রিল,কলকাতাঃ কোভিড-১৯  আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বামপন্থী সর্বভারতীয়  শ্রমিক নেতা অচিন্ত্য সিনহা। আজ  রাত ৮ টা ৩০ মিনিটে কলকাতা হার্ট ক্লিনিক এন্ড হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
google keyword

      অত্যন্ত মেধাবী ছাত্র অচিন্ত্য সিনহা কৃষ্ণনাথ কলেজে পড়া কালীন ছাত্র রাজনীতির মধ্য দিয়ে রাজনীতির অঙ্গনে প্রবেশ। কলেজের পড়া শেষ না হতেই ফরাক্কা ফিডার ক্যানেলের শ্রমিক বঞ্চনার প্রতিবাদে আন্দোলনে জড়িয়ে পড়েন। কাজের বরাত পাওয়া তারাপুর কোম্পাণীর শ্রমিক বঞ্চণার বিরুদ্ধে তিনি কলেজ জীবনেই নেতৃত্বের জায়গায় উপস্থিত হন। তার মেধা তারাপুর কোম্পানীর চোখে পড়ে এবং কোম্পানী তৎকালীন সময়েই  তাকে মাসিক দশ হাজার টাকা বেতনের চাকরি দিতে চেয়ে ছিল। তিনি তা উপেক্ষা করে শ্রমিক আন্দোলনের পক্ষে দাঁড়িয়ে যান । 
       শিল্পহীন মুর্শিদাবাদের প্রধান শিল্প বিড়ি। যে বিড়ি শিল্পের সাথে লক্ষ লক্ষ মহিলারা যুক্ত যারা সবচেয়ে বেশি বঞ্চনার শিকার। সেই বিড়ি শ্রমিকদের নিয়ে ভারত বর্ষে প্রথম সফল আন্দোলন গড়ে তোলেন বহু মূল্যের চাকরী ছাড়া অচিন্ত্য সিনহা। একুশের বিধানসভা নির্বাচনে এসইউসিআই(সি) দলের মুর্শিদাবাদের প্রচার দ্বায়িত্বে ছিলেন। নির্বাচনী কর্মসুচী রুপায়নের সময়েই তিনি করোনায় আক্রান্ত হন। 

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم