কবিতা: জোয়ার

                            জোয়ার 
                                  —দ্বারক ঘোষ


মরা গাঙে জোয়ার আসবে না, এমনতো কথা নাই! 
বালির বুকে আঁকিবুকি কেটে সুতোর প্রবাহিণী—
মাঝে মাঝে সব কিছু ওলটপালট করে দি
য়ে
মরা গাঙে যৌবনের জলোচ্ছ্বাস ! 
মৃগতৃষ্ণিকাময় জ্যোৎস্নালোকে  জোয়ারের জন্মাভিমান আছড়ে পড়ে— 
ক্রংকিটের মজবুত রাষ্ট্রীয় বাঁধে ধাক্কা খেয়ে খান খান  ;
আকাঙ্খার অপমৃত্যু! 
হঠাৎ মেঘভাঙা দিশাহীন জলোচ্ছ্বাস নয়— 
জনতার জলাভূমিতে নামুক সৃজনীর স্রোত, 
স্রোতেরা জেগে উঠুক জোয়ারে জোয়ারে। 
মরা গাঙে জোয়ার একদিন আসবেই আসবে ;
মেহনতির দর্শন হাতে সেদিন তুমি জোয়ারকে ঠিকানা দেখিও ।  
আমি তোমার সাথে আছি— 
সেদিনও থাকবো ।

1 تعليقات

ধন্যবাদ

أحدث أقدم