পুঁজি

                  পুঁজি
              
                     দ্বারক ঘোষ

পীড়নদার ওরা
পীড়নের পুঁজি অনেক—
টাকার পাহাড় ওদের পুঁজি
পুঁজি ওদের সন্ন্যাসীর ভেক ; 
ওরা না কি ওজনদার! 
ওদের পুঁজি অনেক। 
google keyword


ওদের পুঁজি মিথ্যার ঝুলি
                    ভাষণের বুলি
ওদের পুঁজি অজ্ঞান জনতা
ওদের পুঁজি এডুউকেশ্যানল 
                     ই'লিটারেটগুলি ;
পুঁজি ওদের হরেক—
ওরা না কি ওজনদার! 
পুঁজি ওদের অনেক। 

ধর্ম-অধর্ম ওদের পুঁজি 
ওদের পুঁজি বর্বরতা
                   নৃশংসতা, 
পুলিশ-মিলিটারি
আইন-আদালত ওদের পুঁজি
                        পুঁজি রাষ্ট্র দানব
দুরন্ত যৌবনের 'স্থবিরতা'ওদের পুঁজি—
ওরা সভ্যতার কলঙ্কমানব ;
ওরা না কি ওজনদার! 
ওরা হিংস্র বিষবিবেক
ওদের পুঁজি অনেক। 

তবুও জেনো, অন্তহীন নয় ওদের পুঁজি
সুস্থ-সচল যৌবনাধার
ওদের পুঁজির মরণ-পাড়। 

তোমার পুঁজি! 
তোমার পুঁজি একটাই—
সাগরের ঊর্মিমালার মতো তোমার পুঁজি
তোমার পুঁজি অসীম-অক্ষয় ;
তোমার আদর-আপ্যায়নে উজ্জীবিত রেখো
বুকের মাঝে রেখো মুক্ত ;
তোমার একমাত্র সত্ত্ব—
তোমার পুঁজি, তোমার মনুষ্যত্ব।

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم