আমতলায় এস ইউ সি আই(সি)র প্রতিবাদ মিছিল

নওদা: একগুচ্ছ দাবি নিয়ে আমতলায় প্রতিবাদ মিছিল এসইউসিআই সী। মঙ্গলবার বিকেল পাঁচটার সময়ে আমতলা বাজার পরিক্রমা করে নিমতলা মোড়ে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ এর মাধ্যমে  তারা কর্মসূচি শেষ করে।
     
     ক্রমাগত ডিজেল পেট্রোলের ও রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে। আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম যখন অনেকটাই নিচে তখন দেশে পেট্রোল এখন 100 ছাড়িয়ে গিয়েছে। ডিজেলের মূল্য ও তার পিছনে ধাওয়া করেছে। রান্নার গ্যাসের দাম সেটা বাড়ির গৃহিণী পর্যন্ত জানে।
  
     এছাড়াও কেন্দ্র সরকারের 2020 সালের কালা কৃষি আইন যা প্রত্যাহারের দাবিতে দিল্লিতে অর্ধ বছরের অধিক সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিভিন্ন রাজ্যের কৃষকেরা। যে আইন কৃষকের স্বার্থের চরম পরিপন্থী। এই আইনের জন্য কৃষক তার ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পাবে না। কৃষক বাধ্য হয়ে সরকারের তৈরি করা চুক্তি চাষ আইনের মাধ্যমে কোম্পানির ফাঁদে পড়তে বাধ্য হবে। যে চুক্তি চাষ আইনটি  অনেকটাই ব্রিটিশ কর্তৃক গৃহীত নীল চাষ আইনের মতো ভয়াবহ। পাশাপাশি করোনা আবহের সুযোগ নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার সরকারি সম্পত্তি বিভিন্ন কোম্পানিতে স্বল্পমূল্যে বা প্রায় জলের দরে বিক্রি করে দিচ্ছে। যে সময় সাধারণ মানুষ করোনা থেকে বাঁচার জন্য নিজেদেরকে জনসমষ্টির হাত থেকে আলাদা করে রেখেছে। এই সুযোগে কেন্দ্রীয় ও রাজ্য সরকার বেসরকারি করণের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে।  আবার করোনার টিকা নিয়ে চরম দুর্নীতি আজ প্রকাশিত টিকা নিয়ম চরম দুর্নীতি আজ্। এসইউসিআই দাবি তোলে সমস্ত মানুষকে বিনা পয়সায় সঠিক করোনার ভ্যাকসিন দিতে হবে।
          

Post a Comment

ধন্যবাদ

Previous Post Next Post