ওরা নাস্তিক

                   ওরা নাস্তিক
                        দ্বারক ঘোষ

google keyword



ওরা  মসজিদ ভাঙে
ওরা ধর্মের কথা বলে!
ধার্মিক বটে ওরা!
ওরা মন্দির ভাঙে
ওরা ধর্মের কথা বলে!
ধার্মিকতার নাই জোড়া। 

ওরা নাবাল শিশুর দেহ খুবলে খায়
ওরা ধার্মিক!
নরখাদকদের জাত-ভেদাভেদ নাই। 
ওরাই আদালত!
ধর্মগ্রন্থ ছুঁয়ে মিথ্যা বলে যত
ধার্মিক কি আছে ওদের মতো!

ওরা পাঁচ ওয়াক্ত নামাজী
ওরা কুলদেবতাকে জল-বাতাসা না দিয়ে
মুখে তোলে না কিছু,
লক্ষ-কোটি মানুষের গ্রাস কাড়ে প্রতিদিন ;
ধার্মিক শব্দটা জুড়ে থাকে ওদের পিছু পিছু। 

ওরা ধার্মিক 
সোনার শিকলে দেবতাকে বাঁধে 
হররোজ তোমার স্বপ্ন কাড়ে,
দাসত্বের শিকল পড়ায় তোমাকে। 
ওদের কাছে তোমার না কি শত ঋণ—
ওদের কাছে ভিক্ষার হাতটা পাতা প্রতিদিন !
জাত-ধর্মের নামে ওদের খোঁজো—
নিজেকে খোঁজোনা কোনদিন!
হাওয়া লাগে ওদের ষড়যন্ত্রের পালে
তুমি হারিয়ে যাও শয়তানী-মোহজালে। 

আর একদল ওরা নাস্তিক—
মানবতা ওদের ধর্ম। 
ওদের হৃদয়ের পাহারাদার মনুষ্যত্বের বর্ম। 
থাকুক না থাকুক কেউ পাশে
ওরা বন্দী থাকেনা দাসত্বের পাশে ;
দেশে দেশে ওরা জেগে থাকে
লড়াইটা জাগিয়ে বুকে। 
ওরা হিন্দু হয়নি, মুসলমান হয়নি
পার্সি খ্রিস্টান হয়নি কিছু,
'পৃথিবীর শ্রেষ্ঠ ফসল মানুষ,—
ওরা একথা বলে বুক ঠুকে। 
প্রতিবাদের পথে ওদের রক্ত ঝরে
ওরা মন্দির ভাঙেনা,মসজিদ ভাঙেনা
ওরা বিবেকের দুর্গ গড়ে। 
ওরা মনুষ্যত্বে সাত্ত্বিক—
মূর্খ না বোকা জানিনা—
ধার্মিকরা বলে ওরা নাস্তিক!

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم