আজও গোলাপ ফোটে

আজও গোলাপ ফোটে                                          
              দ্বারক ঘোষ                                      

google keyword

সেদিনও গোলাপ ফুটেছিল সুবাস ছড়িয়ে
আজও গোলাপ ফোটে,
স্নিগ্ধ বাতাসকে কারা যেন এলোমেলো করে দিয়েছে ,
আজ সুবাস ফেরে না বাতাসে বাতাসে। 
বিষ বাতাসে মিশে থাকে বিদ্বেষের গন্ধ ;
বেহুলার বাসর ঘরের ছিদ্রপথে
              গোলাপেরা শ্বাস নেয় শ্বাস ছাড়ে—
যখন সারা দুনিয়ার দম বন্ধ !
এসো  সেই সুবাসিত চোরা বাতাসের খোঁজে হাঁটি—
যেখানে গোলাপেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে
তোমার আমার অপেক্ষায়—
গোলাপের সেই বাগিচায়।

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم